ই-মেইলে করোনা ফাঁদ, সর্তক হউন আজই
পুরো বিশ্ব জুড়ে যখন করোনা আতঙ্কে আতঙ্কিত তখন সেই আতঙ্ককে কাজে লাগিয়ে নানান প্রতারণার ফাদ পাতছে সাইবার দুর্বৃত্তরা। আর এটি সবচেয়ে বেশি দেখা গিয়েছে ই-মেইল মাধ্যমে। নানান প্রলোভনমূলক মেইল একের পর এক দিয়ে যাচ্ছে প্রায় প্রতিটি ইমেইল ব্যবহারকারীর মেইল ইনবক্সে। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক, টুইটারের ইনবক্সেও এই সমস্যার আচর দেখা গিয়েছে।
এই ধরনের বেশির ভাগ মেইল বা বার্তা গুলোই হয় ভুয়া। এই ধররেন প্রলোভনমূলক মেইলে বা বার্তায় ক্লিক করলেই চরম বিপদ। কারণ বেশিরভাগ ক্ষেত্রেই এই ধররেন মেইলে বা বার্তায় সাইবার দুর্বৃত্তরা বিভিন্ন ধরনের ম্যালওয়্যার দিয়ে থাকে। যাতে ক্লিক করার সাথে সাথে সেটি ডাউনলোড হয়ে আপনার কম্পিউটারে ইনিস্টল হয়ে যায় এবং আপনার কম্পিউটারের অনেক গুরুত্বপূর্ণ তথ্য চলে যেতে পারে নিমিষেই। এছাড়াও আপনার কম্পিউটারের নিয়ন্ত্রণও সাইবার দুর্বৃত্তদের হাতে চলে যেতে পারে। যদিও এই ধররেন বিষয়গুলো নতুন কিছু নয় তারপরও বর্তমান করোনা ভাইরাসের আতঙ্ককে কাজে লাগিয়ে সবচেয়ে বেশি প্রতারণায় শিকার হচ্ছে মানুষ। তাই আজই আপনাকে সর্তক হতে হবে।
এ ধরনের স্ক্যাম থেকে রক্ষা পাওয়ার কিছু কার্যকরী উপায়
১/ অপ্রত্যাশিত কোন মেইল বা বার্তায় কখনোই ক্লিক করবেন না। অপ্রত্যাশিত কোন মেইল হলে তা খুলেও দেখবেন না।
২/ যেকোন গুরুত্বপূর্ণ মেইল বা বার্তার সাথে যুক্ত কোন লিংকে নিশ্চিত না হয়ে ক্লিক করবেন না।
৩/ ইমেল বা বার্তার উৎস বা প্রেরক সম্পর্কে নিশ্চিত হউন । সন্দেহজনক কেউ হলে সেটি ওপেন করবেন না।
৪/ কোনো মেইল স্ক্যাম বা ফিশিং মেইল হিসেবে সন্দেহ হলে তা রিপোর্ট করুন।
৫/ গুগলের এডভান্স প্রোটেকশন সিস্টেমটি চালু করে রাখুন।
সর্তক থাকুন সুষ্ঠ থাকুন ।
ভাইয়া এটা জেনে রাখা আমাদের সবার জন্য দরকার। আপনার আর্টিকেল গুলো খুব ভালোমানের একটা আর্টিকেল।যা আমাদের অনেক কাজে আছে।ভালোবাসা রইল।সময় পেলে আমার সাইটা ভিজিট করে আসবেন
ওকে ধন্যবাদ
ধন্যবাদ অনেক আমাদেরকে সচেতন করে দেওয়ার জন্য।
dhonobad articele jono
hi habibblog.com
nice content habib sir
ধন্যবাদ
Wow thanks for share
ধন্যবাদ
Nice information
ধন্যবাদ
This is a very helpful website. We can find our needy post or tips from this site . I think it is essential for us.
Lenovo Legion Phone Duel
Best and helpfull Post, Hi Sir, I am your regular website viewer and user just as your other articles attracts us, your articles help us a lot.Thanks for publishing this article.
Nice information